কৃষকদের কাছ থেকে হাটে হাটে ন্যায্য মূল্যে ধান কেনা, চ্যাংড়াবান্ধা বাজার ও বাজার সংলগ্ন রাস্তাঘাট দ্রুত সংস্কার করা, ডাঙারহাট বাগডোগরা সংযোগকারী ডাকুরঘাট অচল ব্রিজ দ্রুত পাকা ব্রিজে পরিণত করা, বিহারের মতো পশ্চিমঙ্গেও মদ নিষিদ্ধ করা, ওড়িশার মতো প্রথম শ্রেণি থেকেই পাশ–ফেল চালু, দুর্নীতি ও দলবাজি বন্ধ করে বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়া প্রভৃতি দাবিতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় বিডিও–কে ডেপুটেশন দেয় এস ইউ সি আই (সি) মেখলিগঞ্জ লোকাল কমিটি৷ এরপর বিডিও অফিস থেকে চ্যাংড়াবান্ধা বাজার পর্যন্ত মিছিল করা হয়৷ মিছিলের শেষে বাজারে পথসভায় বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক কমরেড রতন বর্মন৷ এছাড়া কমরেড জগদীশ অধিকারী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন৷