Breaking News

চে-কন্যা আলেইদাকে সংবর্ধনা এ আই ডি এস ও-র

 

কিউবা বিপ্লব ও বিশ্ব সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের প্রখ্যাত নেতা চে গুয়েভারার লড়াইকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধায় তাঁর কন্যা আলেইদা গুয়েভারার হাতে পুষ্পার্ঘ্য তুলে দিলেন এআইডিএসও নেতৃবৃন্দ। ২০ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় এআইডিএসও-র পক্ষ থেকে এ যুগের অন্যতম মার্কসবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ এবং এআইডিএসও-র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রভাস ঘোষের রচিত কয়েকটি বই উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।