Breaking News

চুপড়িঝাড়ায় শহিদ–স্মরণ

 

১৯৬৭ সালের ৮ অক্টোবর কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা বিষ প্রয়োগে নিহত কমরেড অম্বিক মণ্ডল, কমরেড আবেদালি শেখ, কমরেড মুছা লস্কর, কমরেড শশধর বর স্মরণে এস ইউ সি আই (সি)–র দক্ষিণ ২৪ পরগণার চুপড়িঝাড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে গত ৮ অক্টোবর স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ বক্তা ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৌরভ মুখার্জী৷ উপস্থিত ছিলেন প্রবীণ জননেতা কমরেড প্রবোধ পুরকাইত সহ অন্যরা৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)