২৫ সেপ্টেম্বর প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় ১৫ হাজার প্রতারিত আমানতকারী ও এজেন্ট সরকারি দায়িত্বে টাকা ফেরত, এজেন্টদের নিরাপত্তা ও কর্মসংস্থান সহ ৬ দফা দাবিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ অবস্থান করেন৷
অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে এদিন শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে বিশাল মিছিল অবস্থানস্থলে আসে৷ বিভিন্ন বক্তা পুজো প্যান্ডেলে, ক্লাবে, ইমাম–ভাতায় সরকারি তহবিলের টাকা দান করার তীব্র সমালোচনা করেন৷ ইতিমধ্যে যে তিন শত আমানতকারী ও এজেন্ট আত্মহত্যা করেছেন তার জন্য সরকারকে দায়ী করেন এবং যে ৪ জন এজেন্ট খুন হয়েছেন তাঁদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান৷ কেন্দ্র ও রাজ্য সরকার আমানতকারীদের টাকা ফেরতের সিদ্ধান্ত ঘোষণা না করলে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রতারিত আমানতকারীদের নিয়ে নবান্ন ঘেরাও, রিলে অনশন সহ আগামী জানুয়ারিতে দিল্লিতে পার্লামেন্ট অভিযানের কর্মসূচি নেওয়া হবে বলে সংগঠনের সভাপতি রূপম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন৷ আমানতকারীদের টাকা ফেরতের জন্য উচ্চ আদালতে কী ভাবে দিনের পর দিন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন সে বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেন সুব্রত উকিল৷
(৭১ বর্ষ ১০ সংখ্যা ৫ -১১ অক্টোবর, ২০১৮)