চিটফান্ড ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

 

২০১৯ সালে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার চিটফান্ড ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের আশ্বাস দিয়েছিল। কিন্তু কোনও সরকারই কথা রাখেনি। প্রতিশ্রুতি পূরণের দাবিতে চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে ১৮ নভেম্বর ৬ দফা দাবিতে রাজ্য জুড়ে ১২টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। ৫১টি রেল স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। এজেন্টদের নিরাপত্তা, সিবিআই, ইডি, আর্থিক দুর্নীতি দমন শাখার প্রহসনে পরিণত হওয়া তদন্তগুলিকে গুরুত্ব দিয়ে চালানো, অবিলম্বে স্ট্যাটাস পেপার প্রকাশ ও হাইকোর্ট গঠিত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির কাছে ও রাজ্য সরকারের কাছে গচ্ছিত অর্থ অবিলম্বে বিলি করার দাবি তোলা হয়। কিছু জেলায় আন্দোলনকারীদের পুলিশ-প্রশাসনের বাধার মুখে পড়তে হয়। অবরোধে শত শত ক্ষতিগ্রস্ত আমানতকারী ও এজেন্ট অংশ নিয়েছেন।