আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের দুর্দশার কথা জানিয়ে দেশের সব প্রার্থীকে চিঠি দিল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷ তাঁদের বক্তব্য, ২০১৩ সালে চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে এ–রাজ্য সহ সারা দেশে প্রায় ১ কোটি এজেন্ট এবং ৩৫ কোটি আমানতকারী চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন৷ সর্বস্ব হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে ইতিমধ্যে আনুমানিক তিনশোর বেশি মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন৷ ৫ জন এজেন্ট খুন হয়েছেন৷ এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকার এখনও পর্যন্ত কার্যত নিষ্ক্রিয় শুধু নয়, প্রকৃত অপরাধীদের আড়াল করছে এবং রাজনৈতিক স্বার্থে তদন্তকে প্রভাবিত করছে৷ তদন্ত সংস্থাগুলি সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে৷ অথচ, তারা নানা সময়ে কর্পোরেট হাউসগুলিকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেয়৷
চিঠিতে প্রার্থীদের কাছে আবেদন জানান হয়েছে, তাঁরা চিটফান্ড সমস্যার সমাধানে কী ভূমিকা নেবেন, একদিকে জনসমক্ষে প্রকাশ্য সভার বক্তব্যে, অন্যদিকে নির্বাচনী ইস্তাহারে তা সুনির্দিষ্ট ভাবে যাতে জানান৷ প্রত্যাশা জানানো হয়েছে আমানতকারীদের টাকা ফেরত, এজেন্টদের নিরাপত্তা এবং কর্মসমস্থান, মৃত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ইত্যাদি দাবিতে তাঁরা যেন সংসদের ভিতরে ও বাইরে সর্বত্র সচেষ্ট হয়ে এজেন্ট এবং আমানতকারীদের আশ্বস্ত করেন৷