চিটফান্ডে আমানতকারীদের টাকা সুদ সহ কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেরত দেওয়া, সরকারের প্রতিশ্রুতি মতো এজেন্টদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা, আত্মঘাতী আমানতকারী ও এজেন্টদের পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা এবং এজেন্টদের প্রশিক্ষণ দিয়ে যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে ২৫ আগস্ট ভারত সভা হলে এক নাগরিক কনভেনশন হয়৷
অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন৷ হল পরিপূর্ণ হয়ে নিচে ফুটপাত এবং বি বি গাঙ্গুলি স্ট্রিট অবরুদ্ধ হয়ে যায়৷ সাংগঠনিক প্রস্তাব পেশ করেন সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ সাঁপুই৷ সমর্থনে বিভিন্ন জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন৷
কনভেনশনে বক্তব্য রাখেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী ভবেশ গাঙ্গুলি, সুব্রত উকিল, সংগঠনের সভাপতি রূপম চৌধুরী ও বিভিন্ন জেলার প্রতিনিধিরা৷ আগামী দিনে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার কর্মসূচি কনভেনশনে গৃহীত হয়৷
(৭১ বর্ষ ৫ সংখ্যা ৩১ আগস্ট, ২০১৮)