সম্প্রতি হাওড়া জেলা হাসপাতালে রোগীর বাড়ির লোকজনদের হাতে আক্রান্ত হন হাসপাতালের এক চিকিৎসক। সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে ১০ এপ্রিল সহসভাপতি ডাঃ সুদীপ দাস, কোষাধ্যক্ষ ডাঃ স্বপন বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল আক্রান্ত চিকিৎসকের সাথে দেখা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস বলেন, সরকারি হাসপাতালে সর্বত্র পরিকাঠামোর বিরাট ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও চিকিৎসকেরা সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি রোগী রেফার সংক্রান্ত সরকারি ভ্রান্ত নীতি এবং পরিকাঠামো ঘাটতির দায় প্রশাসন যেভাবে চিকিৎসকদের উপর চাপাচ্ছে, তার ফলে জনমানসে চিকিৎসকদের প্রতি ব্যাপক ক্ষোভ জন্ম নিচ্ছে। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসকদের উপর এই বর্বরোচিত আক্রমণ তারই বহিঃপ্রকাশ। আমরা সরকার ও প্রশাসনের এই চিকিৎসকস্বার্থ ও জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, অবিলম্বে পরিকাঠামোর সমস্ত ঘাটতি পূরণ করতে হবে, অবৈজ্ঞানিক রেফার নীতি সংশোধন করতে হবে এবং দোষীদের জামিন অযোগ্য ধারা সহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।