চা-শ্রমিক বিক্ষোভ উত্তরবঙ্গে

দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে এবং চা বাগান শ্রমিকদের অবিলম্বে মিনিমাম ওয়েজ চালুর দাবিতে ২০ জানুয়ারি বীরপাড়া এএলসি অফিসে এআইইউটিইউসি অনুমোদিত এনবিটিপিইইউ বীরপাড়া-মাদারিহাট ইউনিটের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বহু দফায় বৈঠকের পরও মিনিমাম ওয়েজ অ্যাডভাইজার কমিটি মিনিমাম ওয়েজ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বরং উল্টে ইন্টারিম দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকার ও মালিকপক্ষের টালবাহানার বিরুদ্ধে ২৩ জানুয়ারি আলিপুরদুয়ার ডিএম দপ্তরে বিক্ষোভ দেখানো হয়।

ডেপুটেশনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় অফিস সম্পাদক কমরেডস মৃণাল কান্তি রায়, মনোজ মুণ্ডা, সুভাষ বড়াইক, বিপ্তী বারা প্রমুখ। ১৯ জানুয়ারি মুঝনাই চা বাগানে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন কমরেডস মনোজ মুণ্ডা ও ছোটেলাল তাঁতি।