২৮ আগস্ট ছিল দার্জিলিং জেলা কমিটির সদস্য এবং চা-বাগিচা আন্দোলনের নেতা কমরেড তন্ময় মুখার্জীর ২৪তম শহিদ দিবস।২০০০ সালের এই দিনে ফুলবাড়ি ছোবাভিটা চা-বাগানের শ্রমিকদের সংগঠিত করতে গিয়ে মালিকের ভাড়াটে খুনিদের হাতে নৃশংসভাবে খুন হন কমরেড তন্ময়।
শহিদ দিবস উপলক্ষে এ দিন শিলিগুড়ির কোর্ট মোড়ে তাঁর নামাঙ্কিত শহিদ বেদি প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক কমরেড গৌতম ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেডস তন্ময় দত্ত, মানী রায়, জয় লোধ, আবুল কাশেম, বিনয় সূত্রধর প্রমুখ।