ছত্তিশগড়ের বিজেপি সরকার ৪ হাজারের বেশি স্কুল বন্ধের ফতোয়া দিয়েছে। সরকারি স্কুলে ৫৭ হাজারের বেশি শিক্ষকপদ খালি। ৩০০-র বেশি স্কুল শিক্ষকহীন। প্রায় ৬ হাজার স্কুলে মাত্র একজন শিক্ষক। অর্ধেকের বেশি ছাত্রের স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। সেমেস্টার প্রথার কবলে পড়ে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট করতেই ছাত্রদের সময় চলে যায়। ৫০টির বেশি কলেজ অটোনমাস হয়ে বেসরকারিকরণের পথে। এই সমস্ত মারাত্মক আক্রমণ শিক্ষার উপর নেমে আসছে।
এর বিরুদ্ধে ২৩ জানুয়ারি থেকে ২৩ মার্চ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নিয়েছিল এআইডিএসও। ৩১ মার্চ রায়পুরে ছাত্র বিক্ষোভ মিছিলের ডাক দেয় এআইডিএসও। শুরুতে সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সমর মাহাতো। সভার পর মিছিল যায় তহশিলদার অফিসের সামনে। ১৭ হাজার ছাত্র-ছাত্রীর স্বাক্ষরিত দাবিপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সেখানে বিক্ষোভসভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক জৈন পাল, সভাপতি প্রবীণ শর্মা।