চাকরির দাবিতে মধ্যপ্রদেশে বিক্ষোভ

70 year 27 Issue, 23 Feb 2018

 

ক্রমবর্ধমান বেকারির বিরুদ্ধে মধ্যপ্রদেশে ১৬ ফেব্রুয়ারি রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালিত হয়৷ রাজ্যে বেকার সমস্যা এত মারাত্মক আকার নিয়েছে যে, সম্প্রতি গোয়ালিয়র হাইকোর্টে মাত্র ৫৭টি পদের জন্য ৬০ হাজার আবেদনপত্র জমা পড়েছে৷ অথচ রাজ্যের বিজেপি সরকার শূন্যপদে নিয়োগের পরিবর্তে পদগুলিই বিলুপ্ত করছে৷ খুচরো ব্যবসায় একশো শতাংশ বিদেশি বিনিয়োগের নীতি চালু করে লক্ষ লক্ষ গরিব মানুষকে কর্মচ্যুত করার ষড়যন্ত্র চলছে৷ গত ৮ বছর ধরে শিক্ষক পদে কোনও নিয়োগ হয়নি৷ তার উপর রাজ্যের বিজেপি সরকার সমস্ত সরকারি স্কুল বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বেকারি আরও বাড়বে৷

এদিন ভোপালের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) ভোপাল জেলা সম্পাদক কমরেড জে সি বরাই, জেলা কমিটি সদস্য কমরেডস জলি সরকার, অজয় শ্রীবাস্তব, মুদিত ভাটনগর প্রমুখ৷ ওই দিন গুনা সহ অন্যান্য জেলাতেও বিক্ষোভ প্রদর্শন হয়৷