শিক্ষক চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৬০০তম দিনে আন্দোলনকারীদের অভিনন্দন জানাতে ৪ নভেম্বর এসইউসিআই(কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির ডাকে পদযাত্রা ধর্মতলার লেনিন মূর্তি থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির অবস্থানস্থলে যায়৷
আন্দোলনের নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দেন প্রাক্তন বিধায়ক, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক তরুণকান্তি নস্কর৷ শিক্ষক প্রার্থীদের এই দীর্ঘ অনড় আন্দোলনের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মেধাতালিকাভুক্ত সকল যোগ্য প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করতে হবে, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে, ঘুষের মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের বরখাস্ত করে প্রাপ্ত বেতন ফেরত দিতে বাধ্য করতে হবে এবং সমগ্র দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রী, বিধায়ক, অফিসার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷ তিনি আরও বলেন, বিচারপতি এই দুর্নীতির পিছনে যে মাথার কথা বলেছেন তাকেও খুঁজে বের করতে হবে৷
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অশোক সামন্ত ও দেবাশিস রায় এবং রাজ্য কমিটির সদস্য রতন কর্মকার, তপন সামন্ত, জৈমিনী বর্মন, অশোক দাস প্রমুখ নেতৃবৃন্দ৷