Breaking News

চণ্ডীগড়ে বিদ্যুৎ বন্টন কোম্পানি গোয়েঙ্কাকে দেওয়ার তীব্র প্রতিবাদ

কেন্দ্রশাসিত চণ্ডীগড়ে বিদ্যুৎ বন্টন কোম্পানি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীকে বেচে দেওয়ার তীব্র প্রতিবাদ করেছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা রমেশ পরাশর ১০ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রায়ত্ত এই বিদ্যুৎ বন্টন কোম্পানিটি একটি লাভজনক প্রতিষ্ঠান। এর উৎপাদন, বন্টন ইত্যাদিজনিত ক্ষতি (এটিসি লস) মাত্র ৯ শতাংশের কাছাকাছি, যা শুধু ভারতে নয় বিশ্বেও একটি মডেল। তাহলে একে বেসরকারিকরণ কী উদ্দেশ্যে?

 

প্রতিবাদ উঠেছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত ক্ষোভের সাথে বলেন, ১৯৯০-এর দশকে পশ্চিমবঙ্গে সিপিএম সরকার সিইএসসি-কে ৮ কোটি টাকায় আর পি গোয়েঙ্কাকে বেচে দিয়েছিল। তার ফল কী? কলকাতায় বিদ্যুতের দাম সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি এবং পরিষেবা সবচেয়ে খারাপ। যার বিরুদ্ধে গ্রাহকরা আন্দোলন করছেন ধারাবাহিকভাবে। বিদ্যুৎ ক্ষেত্র বেসরকারিকরণের এই যে পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে, তার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের আহ্বান জানানো হয় সংগঠন দু’টির পক্ষ থেকে।

গণদাবী ৭৪ বর্ষ ২৩ সংখ্যা ২১ জানুয়ারি ২০২২