মুনাফা না হওয়ার অজুহাতে হুগলির তিনটি চটকল পরপর বন্ধ করে দেয় মালিকরা৷ এর ফলে প্রায় পনেরো হাজার শ্রমিক এবং তাঁদের পরিবার সংকটে পড়ে৷ দিনের পর দিন যাচ্ছে কিন্তু মিল খোলার নাম নেই৷ সংকটগ্রস্ত শ্রমিকেরা এআইইউটিইউসি–র নেতৃত্বে আন্দোলনে নামেন৷ বেঙ্গল জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি দিলীপ ভট্টাচার্য বলেন, ‘‘বন্ধ চটকল খুলতে রাজ্য বা কেন্দ্রীয় সরকার কার্যকরী কিছু করছে না৷ শ্রমিক পরিবার এবং এঁদের উপর নির্ভরশীল এলাকার ছোট ব্যবসায়ী মিলিয়ে প্রায় এক লক্ষ মানুষ অর্ধাহারে–নাহারে দিন কাটাচ্ছেন৷’’ এআইইউটিইউসি রাজ্য সরকারের কাছে দাবি করেছে, যতদিন না মিল খুলছে ততদিন শ্রমিক পরিবারগুলিকে বিনা পয়সায় রেশন দিতে হবে এবং দ্রুত মিল চালু করে সমস্ত শ্রমিককে কাজে ফেরাতে হবে৷