‘বুরুডিহি মুরাডিহি বাঁধ সংযুক্ত গ্রাম সভা সমিতি’র উদ্যোগে কানহো মুর্মুর শহিদ দিবস উপলক্ষে ১ মার্চ মেডিকেল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক ডাঃ ভবানী শঙ্কর দাসের নেতৃত্বে ঘাটশিলার বুরুডি হ্রদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। এলাকার চারটি গ্রাম থেকে আসা তিন শতাধিক রোগীর চিকিৎসা করা হয়। তাঁদের হাতে ওষুধপত্র তুলে দেওয়া হয়।
মেডিকেল সার্ভিস সেন্টারের অন্যতম সংগঠক ডাঃ সামস মুসাফির বলেন, এখানকার বেশিরভাগ রোগীই অপুষ্টিতে আক্রান্ত। তাঁরা চর্মরোগ ও মাদক আসক্তিজনিত জটিলতাতে ভুগছেন যা তাঁদের দুর্বল আর্থ-সামাজিক অবস্থার সাথে সম্পর্কিত। মেডিকেল টিমের সাথে আলাপচারিতায়, আয়োজকরা এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন এবং জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেন।