সমাজ পরিবর্তনের পরিপূরক শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে সংগ্রামের ৭ দশক পূর্তিতে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ২৫-২৭ জানুয়ারি ঝাড়খণ্ডের ঘাটশিলাতে মার্ক্সবাদ-লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষ চিন্তাধারা অধ্যয়ন কেন্দ্রে এআইডিএসও-র রাজনৈতিক শিক্ষাশিবির হয়।
পরিচালনা করেন সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় নেতা ও এস ইউ সি আই (সি) পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। কমরেড শিবদাস ঘোষের মূর্তিতে মাল্যদান করে প্রথমে শ্রদ্ধা জানান তিনি।
উপস্থিত ছিলেন এসইউসিআই(সি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেডস নভেন্দু পাল, কমল সাঁই, এআইডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ, কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি কমরেড সৌরভ ঘোষ, কেন্দ্রীয় কাউন্সিলের সহ-সভাপতি কমরেড মৃদুল সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়।