গ্রামীণ চিকিৎসকদের সম্মেলন ফরাক্কায়

গ্রামীণ চিকিৎসকদের সংগঠন পিএমপিআই-এর তৃতীয় ব্লক সম্মেলন হল ২ ফেব্রুয়ারি, মুর্শিদাবাদের ফরাক্কায় সৈয়দ নুরুল হাসান কলেজে।

উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা ডাঃ তরুণ মণ্ডল, রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম, কোষাধ্যক্ষ ডাঃ তিমিরকান্তি দাস, জেলা সভাপতি ও সম্পাদক ডাঃ সামসুল হক এবং মিঃ গোলাম রসুল প্রমুখ। সভাপতিত্ব করেন ব্লক সভাপতি দেবাশীষ ব্যানার্জী। উত্থাপিত প্রস্তাব নিয়ে আলোচনা করেন ডব্লিউবিজেডিএফ-এর নেতা তথা অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডাঃ গৌরাঙ্গ প্রামাণিক সহ বহু চিকিৎসক ও বিশিষ্ট নাগরিকরা। সভায় অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি সর্বসম্মতিতে গৃহীত হয়। প্রায় তিনশো প্রতিনিধির উপস্থিতিতে গৌতম মণ্ডলকে সভাপতি এবং ওবায়দুর রহমানকে সম্পাদক করে ৩৮ জনের ব্লক কমিটি গঠিত হয়।