ফারাক্কাঃ তিন শতাধিক গ্রামীণ চিকিৎসকের উপস্থিতিতে ফারাক্কা ব্লক পিএমপিএআই-এর উদ্যোগে ২৬ ডিসেম্বর জাফরগঞ্জ নয়নসুখ এলএনএসএম হাইস্কুলে অনুষ্ঠিত হল সংগঠনের দ্বিতীয় সম্মেলন। প্রধান বক্তা রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ফারাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক কমল মিশ্র।
সম্মেলনে খসড়া প্রস্তাব সমর্থন করে বক্তব্য রাখেন দেবাশিস ব্যানার্জী, হাম্মাম সহরদজ, সানোয়ার হোসেন সহ অন্যান্যরা। ডাঃ রবিউল আলম সংগঠনের উদ্দেশ্য, মেডিকেল ক্যাম্প, সরকারি হাসপাতালের অব্যবস্থা, গ্রামীণ চিকিৎসকের প্রশাসনিক হয়রানি, নাম নথিভুক্তকরণের সমস্যা, বিজ্ঞানসম্মত সরকারি প্রাইমারি হেলথকেয়ার প্রোভাইডার কোর্স ট্রেনিং সারা রাজ্যে চালু, সংগঠনের সদস্যপদ নেওয়া, গ্রামীণ চিকিৎসক ও নার্সদের নিয়ে মুখ্যমন্ত্রীর বিভ্রান্তিকর ঘোষণা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুপনগর ব্লক হাসপাতালের বিএমওএইচ ডাঃ তারিফ হোসেন ও ফারাক্কা ব্লক হাসপাতালের বিএমওএইচ ডাঃ মসিউর রহমান গ্রামীণ চিকিৎসকদের সাথে সংযোগ রক্ষা করে যাতে হাসপাতালের কর্মকাণ্ডে ভাল কিছু করা যায় সেই চেষ্টা করবেন বলে জানান। দেবাশিস ব্যানার্জীকে সভাপতি, হাসিবুর শেখকে সম্পাদক এবং ওবায়দুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৩০ জনের ব্লক কমিটি গঠিত হয়।
মহিষাদলঃ গ্রামীণ চিকিৎসকদের স্বাস্থ্যকর্মী হিসেবে সরকারি স্বীকৃতি, ট্রেনিংয়ের ব্যবস্থা ও নিয়োগ সহ বিভিন্ন দাবিতে ১৯ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রবীন্দ্র পাঠাগারে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিএমপিএআই)-এর পঞ্চম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন মহিষাদল হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কল্যাণ মিদ্যা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা ও জেলা সভাপতি অর্জুন ঘোড়ই। এ ছাড়াও ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের জেলা সম্পাদক ডাঃ জয়দেব ঘড়া প্রমুখ। সম্মেলনে শতাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। সভা থেকে গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন দাবিদাওয়া সহ চিকিৎসা সংক্রান্ত নানা দাবিতে আন্দোলন গড়ে তোলার বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়।