পিএমপিএআই (গ্রামীণ চিকিৎসকদের সংগঠন) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে বারুইপুরে ড্রাগ কন্ট্রোল অফিসে ৫ ডিসেম্বর ডেপুটেশন দেওয়া হয়। কিছু দিন ধরে ড্রাগ কন্ট্রোল দপ্তর বিভিন্ন ব্লকে গ্রামীণ চিকিৎসকদের নানা ভাবে হয়রানি করে চলেছে। এর প্রতিবাদে জেলার বিভিন্ন ব্লক থেকে তিন শতাধিক গ্রামীণ চিকিৎসক বারুইপুর স্টেশন সংলগ্ন রেল মাঠ থেকে মিছিল করে ড্রাগ কন্টে্রাল অফিসের সামনে পৌঁছন।
সংগঠনের জেলা সম্পাদক সত্যদেব হাজরা সহ ৮ জন প্রতিনিধি অফিসারের সঙ্গে আলোচনার জন্য যান। তাঁদের নেতৃত্ব দেন রাজ্য সংগঠনের অন্যতম উপদেষ্টা ডাঃ নীলরতন নাইয়া। ডাঃ নাইয়া সমবেত গ্রামীণ চিকিৎসকদের সামনে বক্তব্য রাখেন। ডাঃ তিমির কান্তি দাসও আলোচনা করেন।