গ্রামীণ চিকিৎসকদের বিক্ষোভ

গ্রামীণ চিকিৎসকদের প্র্যাক্টিস বন্ধ করে দেওয়া সহ নানা কারণে তাদের উপর প্রশাসনিক জুলুমের প্রতিবাদে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিএমপিএআই) নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে জেলা ড্রাগ কন্ট্রোলের ডিরেক্টরকে ডেপুটেশন দেওয়া হয় ১৬ মে। নেতৃত্ব দেন এমএসসি-র জেলা সভাপতি ডাঃ সত্যজিৎ রায়, জেলা ইনচার্জ লক্ষ্মণ শর্মা। ব্লক নেতৃত্ব প্রশান্ত বিশ্বাস, বাসুদেব নন্দী, আব্দুল খালেক, দিলীপ চক্রবর্তী প্রমুখ ছাড়াও জেলার বিভিন্ন ব্লকের দেড় শতাধিক গ্রামীণ চিকিৎসক মিছিলে অংশ নেন।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪২ সংখ্যা ৩০ মে – ৫ জুন ২০২৫ এ প্রকাশিত