পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ গ্রামীণ নন-রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাক্টিশনারদের সংগঠন পিএমপিএআইএর পক্ষ থেকে সংগঠনের সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি এবং রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম এক বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে রাজ্যের করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় গ্রামের ননরেজিস্টার্ড গ্র্যাক্টিশনারদের অবিলম্বে প্রশিক্ষণ দিয়ে নিযুক্তির ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এই সংগঠন ১৯৮২ সালে জন্মলগ্ন থেকেই এই প্র্যাক্টিশনারদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দিয়ে সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে আসছে। ২০২০ সালে সারা দেশের হাসপাতালে নন-কোভিড রোগীর সাধারণ চিকিৎসা যখন প্রায় বন্ধ ছিল, পাশ করা ডাক্তার ছিল কার্যত অমিল, তখন এই গ্রামীণ চিকিৎসকেরাই ফ্রন্টলাইনযোদ্ধার ভূমিকা পালন করে সারা রাজ্যে লক্ষ লক্ষ মানুষকে চিকিৎসা দিয়েছেন। এই কাজ করতে গিয়ে তারা নিজেরা কোভিডে আক্রান্ত হয়েছেন এমনকি কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। সংগঠনের পক্ষ থেকে জেলাগুলির সিএমওএইচ সহ স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন স্তরে এবং স্বাস্থ্য সচিবের কাছে গ্রামীণ প্র্যাক্টিশনারদের ন্যূনতম কোভিড সুরক্ষা হিসাবে মাস্ক, হ্যাণ্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসকদের কাজে নিয়োজিত করার পাশাপাশি তাদের নিয়মিত বিধিবদ্ধ প্রশিক্ষণ দেওয়া ও সামাজিক সুরক্ষার দিকটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।