গ্রামীণ চিকিৎসকদের আলোচনাসভা

২৮ জুলাই দক্ষিণ ২৪ পরগণায় মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ স্কুলে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন পিএমপিএআই (প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অফ ইন্ডিয়া)-এর মথুরাপুর ১ নং ও ২ নং ব্লকের স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে সোয়াইন ফ্লু এবং হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের ডাঃ শুভজিৎ পাত্র এবং ডাঃ নীলরতন নাইয়া। সকল গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্তি ও সরকারি স্বীকৃতি, রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে সিলেবাস ভিত্তিক এক বছরের প্রশিক্ষণ এবং প্রশিক্ষিতদের স্বাস্থ্য পরিষেবার আঞ্চলিক স্তরে নিয়োগ প্রভৃতি দাবিতে আগামী ৯-১০ নভেম্বর মুর্শিদাবাদে সংগঠনের ৭ম রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।