Breaking News

গ্রামীণ চিকিৎসকদের আন্দোলন

নন–রেজিস্টার্ড চিকিৎসকদের সরকারিভাবে নাম নথিভুক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি এবং সরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত করার দাবিতে ১৯ সেপ্টেম্বর প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পি এম পি এ আই)–এর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নিকট গণডেপুটেশন দেওয়া হয়৷ বহু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের একটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেলে যায়৷ সেখানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সহ সভাপতি ও প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, সাধারণ সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা, রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, যুগ্ম সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া, ডাঃ ভবানীশঙ্কর দাস, সংগঠনের রাজ্য সভাপতি যুগল পাখিরা সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ৷ স্বাস্থ্যভবনে স্বাস্থ্য সচিবের কাছে এবং নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দুটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১০ সংখ্যা)