৭ মে বিশাখাপত্তনমে একটি কারখানা থেকে নির্গত বিষাক্ত স্টেরাইন গ্যাসে ৮ ব্যক্তির মৃত্যু ও প্রায় ২০০ জনের অসুস্থ হওয়ার ঘটনায় এস ইউ সি আই (সি)-র অন্ধ্রপ্রদেশ রাজ্য সংগঠনী কমিটি গভীর বেদনা ও উদ্বেগ প্রকাশ করে ওইদিনই একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বিশাখাপত্তনমের মতো ঘন জনবসতি এলাকায় এই ধরনের বিপজ্জনক রাসায়নিকের কারখানা স্থাপনের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এবং কারখানাগুলি নিয়মিত পরিদর্শন না করার জন্য স্থানীয় প্রশাসনের নিন্দা করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার যেন অবিলম্বে আক্রান্তদের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা এবং ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সরকার ও কারখানা-কর্তৃপক্ষের কাছে মৃতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করা হয়। এছাড়া, যাদের অবহেলা ও নজরদারির অভাবে এই ভয়ানক ঘটনা ঘটল, বিবৃতিতে সরকারের কাছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করা হয়। অবিলম্বে এই কারখানা সরিয়ে নিয়ে যাওয়া ও ভবিষ্যতে এই ধরনের বিপজ্জনক কারখানা লোকালয় থেকে দূরে স্থাপনের দাবি জানানো হয়।