70 Year 29 Issue 9 March 2018
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর একটি অত্যন্ত পিছিয়ে পড়া ব্লক৷ সিপিএম ফ্রন্ট সরকার এবং বর্তমান তৃণমূল সরকারের আমলে এই ব্লকে মানুষের জীবনযাত্রার মানের কোনও উন্নয়ন ঘটেনি৷ দরিদ্র–কৃষক–খেতমজুর, বিড়ি শ্রমিক, পরিযায়ী শ্রমিক পরিবারের মানুষের বসবাস এই ব্লকে৷ এস ইউ সি আই (সি) দলের লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে কয়েকটি দাবি ছিনিয়ে নিতে পারলেও বহু দাবি অপূরিত৷ তাই গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল, গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর চিকিৎসা, গরিব মানুষকে বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা, সমস্ত গরিব মানুষকে ডিজিটাল রেশন কার্ড, গোয়াগাঁও ভায়া গোয়ালপোখর থেকে ইসলামপুর এবং গোয়ালপোখর থেকে গোয়াগাঁও ভায়া জেলা সদর রায়গঞ্জ পর্যন্ত সকাল সন্ধ্যা দুটি এনবিএসটিসি বাস, গোয়ালপোখরে একটি কলেজ স্থাপন সহ ১১ দফা দাবিতে ২৮ ফেব্রুয়ারি গোয়ালপোখর বিডিও–র কাছে ডেপুটেশন দেওয়া হয়৷ বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে নেন এবং তা পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ আন্দোলনে নেতৃত্ব দেন কমরেড দীনেশ সিংহ, কমরেড মহিসুদ্দিন এবং কমরেড নবীন সিংহ৷