আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ডিএসও পাঁচটি আসনে জয়লাভ করেছে৷ ফি বৃদ্ধি, ব্যবসায়ীকরণ, সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে এআইডিএসও–র যুক্তিসঙ্গত বক্তব্য এবং কলেজের ভিতরে ও বাইরে সংগঠনের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ছাত্রদের মধ্যে গভীর প্রভাব ফেলে৷ এরই ফলে ‘এন এস ইউ আই’ ও ‘ছাত্র মুক্তি’র মতো সংগঠনগুলির লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্রদের প্রলোভিত করার রাজনীতিকে পরাস্ত করে এআইডিএসও–র পাঁচ জন প্রার্থীকে ছাত্ররা জয়ী করে৷ উপসভাপতি পদে আশা পারভিন, সহ সাধারণ সম্পাদক পদে ওয়াসিম আক্রম, ক্রীড়া সম্পাদক পদে শরিফুল ইসলাম, আলোচনা সম্পাদক পদে আরিফা আহমেদ এবং তর্ক ও আলোচনা সম্পাদক পদে রশিদুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেন৷
কামাখ্যা রাম বরুয়া কলেজেও জয় : অন্যদিকে গুয়াহাটির কামাখ্যা রাম বরুয়া গার্লস কলেজের নির্বাচনে সহ সম্পাদিকা পদে ডিএসও–র সিমি গগৈ বিজয়ী হন৷