উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের গোয়াগাঁও পঞ্চায়েতে চলছে চরম দুর্নীতি। উন্নয়নমূলক সব কাজে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে। এই চরম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে সংগ্রামী গণমঞ্চ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে উপভোক্তাদের থেকে প্রচুর টাকা ঘুষ নেওয়া হয়েছে। প্রকৃত প্রাপকরা ঘর পাননি। ১০০ দিনের প্রকল্পেপুকুর না কেটে, মন্দির-মসজিদ-বিদ্যালয় সংস্কার, ক্যানেল সংস্কার, বৃক্ষরোপণ না করেই লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হয়েছে। পঞ্চায়েত গরিব মানুষের কাছ থেকে শৌচালয়ের জন্য ৯০০ টাকা করে সংগ্রহ করলেও কোনও শৌচালয় দেয়নি। সরকারি টাকায় পঞ্চায়েত সদস্যরা বাড়িতে কমিউনিটি টয়লেট করে নিয়েছেন। পঞ্চায়েতের অবহেলায় স্থানীয় নাগরিকরা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত। ১০ হাজার জবকার্ড ওয়ার্কারকে নিষ্ক্রিয় রেখে মাত্র ২৬৪৮ জনকে অ্যাকটিভ রেখেছে পঞ্চায়েত। আরটিআই অ্যাক্ট ২০০৫-এর মাধ্যমে নাগরিকরা বারবার এ সংক্রান্ত তথ্য জানতে চাইলেও তাদের জানানো হয়নি। এর বিরুদ্ধে ৯ আগস্ট গোয়াগাঁও বাজারে ক্ষতিগ্রস্ত নাগরিকরা অবস্থানে বসেন। এতে ত্রুদ্ধ তৃণমূল দুষ্কৃতীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। কিন্তু গণপ্রতিরোধে তারা পিছু হটে। ১৭ আগস্ট পঞ্চায়েত ডেপুটেশনের ডাক দিয়েছে সংগ্রামী মঞ্চ।