Breaking News

গৃহবধূর হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি

xx

কোচবিহার সদরে লংকা বর পিলখানার এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বধূর পরিবারের লোকজন ৭ জনের নামে ডায়েরি করলেও ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। অবিলম্বে সমস্ত অপরাধীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে ৯ ডিসেম্বর এআইএমএসএসের পক্ষ থেকে শতাধিক মহিলা মিছিল করে এসপি অফিসে এবং মহিলা থানায় বিক্ষোভ দেখায়। ডিএসপি এবং আইও অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১৩ সংখ্যা_১৮ ডিসেম্বর, ২০২০)