Breaking News

গুজরাট রাজ্য বাজেটে জনগণের প্রতি প্রতারণা

‘ফাঁকা কলসি বাজে বেশি’– গুজরাট রাজ্য বাজেট সম্পর্কে এক কথায় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন এসইউসিআই(সি) গুজরাট রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী যোশী। তিনি বলেন, বাজেটে বরাদ্দ করা হয়েছে মাত্র ২.২৭ লক্ষ কোটি টাকা। টাকার এই পরিমাণ গত বছরের বরাদ্দ ২.১৫ লক্ষ কোটি থেকে সামান্য বেশি হলেও মুদ্রাস্ফীতির বিবেচনায় একে বৃদ্ধি না বলে হ্রাস বলাই ভাল। রাজ্য সরকার বাজেটে পাঁচ বছরে ২ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আর বাস্তব হল, শুধু ২০১৯ সালেই ৪ লাখ ৫৩ হাজার বেকার যুবক নাম নথিভুক্ত করেছে।

এই বাজেটের সবচেয়ে জঘন্য দিক হল কোভিড-১৯ অতিমারিতে বিপর্যস্ত মানুষদের জন্য সুনির্দিষ্টভাবে কিছুই বরাদ্দ করা হয়নি। কমরেড যোশী এর বিরুদ্ধে গুজরাটের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

(গণদাবী-৭৩ বর্ষ ২৫ সংখ্যা_১২ মার্চ , ২০২১)