এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক গণহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দায়ের করা মামলাগুলি নিষ্পত্তি করার পরিবর্তে সুপ্রিম কোর্ট সেগুলিকে ‘নিষ্ফলা’ বলে অভিহিত করে ৩০ আগস্ট যে ভাবে ইচ্ছামতো সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এই মামলাগুলির মধ্যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মানবাধিকার কমিশনের দায়ের করা মামলাও রয়েছে। আমাদের মতে, এই সিদ্ধান্ত ন্যায়বিচারের হত্যার সামিল এবং ২০০২ সালের গুজরাট গণহত্যার অপরাধীদের পুরস্কৃত করার সমতুল্য।
সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আবেদন, এই চরম অন্যায্য আদেশ অবিলম্বে বাতিল করা হোক এবং মামলাগুলির যথাযথ বিচারের ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব আবেদনকারীদের প্রতি ন্যায়বিচার সুনিশ্চিত করা হোক। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি।