এ বছর ৮৯টির বেশি শিল্প দুর্ঘটনা গুজরাটে শ্রমিকদের নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই
শিল্প দুর্ঘটনায় গুজরাট প্রথম সারিতে। বিজেপি শাসিত এই রাজ্যে মালিক শ্রেণির শিল্প আইন মানার কোনও বালাই নেই। নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো আছে কি না সরকারের পক্ষ থেকে তার কোনও নজরদারি নেই। কোনও মালিক নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রাখলে সরকারের পক্ষ থেকে শাস্তি প্রদানের কোনও উদ্যোগ নেই। ফলে গুজরাটে বেড়েই চলেছে উত্তরোত্তর শিল্প দুর্ঘটনা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ভাটবা রাসায়নিক শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গুজরাট থেকে জয়েশ প্যাটেল জানিয়েছেন, এখানে ৩টি কারখানা পুড়ে যায়। প্রথমে মাতাঙ্গি শিল্পাঞ্চলে আগুন লাগে। পরে তা সংলগ্ন দুটি কারখানা জগসন ও ভাবিনে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এত তীব্র ছিল যে, ১০০ জন ফায়ার ব্রিগেড কর্মীর ১০ ঘন্টারও বেশি সময় লেগে যায় নিয়ন্ত্রণে আনতে।
তিনি জানান, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে ৮৯টি শিল্প দুর্ঘটনা ঘটেছে এবং ১৩০ এর বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি এবং এসইউসিআই (সি) এর পক্ষ থেকে ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে নিরাপত্তা ব্যবস্থায় মালিক ও সরকার পক্ষের ত্রুটিগুলি তুলে ধরে অবিলম্বে তা দূর করার দাবি জানানো হয়েছে।