এস ইউ সি আই (সি) গুজরাট রাজ্য সংগঠনী কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী যোশী ৩ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান৷ তিনি বলেন, গত তিনদিন ধরে নারদার বিজেপি বিধায়কের নেতৃত্বে এলাকায় প্রবল নৈরাজ্য সৃষ্টি হয়েছে৷ সেখানকার মহিলারা স্থানীয় বিধায়কের কাছে পানীয় জলের সমস্যার কথা জানাতে গেলে তিনি তাঁদের মারধর করেন৷ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ–প্রশাসন৷ অন্য দিকে সুরাটের খাটোদারা থানায় ওমপ্রকাশ পাণ্ডে নামে এক জনের মৃত্যু হয়েছে৷ এতেও কারও শাস্তি হয়নি৷ পুলিশের হেফাজতে এই মৃত্যু দেখায় এখানে মানবাধিকার কীভাবে লঙিঘত হচ্ছে৷ এস ইউ সি আই (সি)–র পক্ষ থেকে উক্ত বিধায়ক এবং অপরাধী পুলিশদের শাস্তির দাবি জানানো হয়েছে৷ ওমপ্রকাশের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে৷