Breaking News

গুজরাটে ব্রিজ ভেঙে বিপুল প্রাণহানি রাজ্য জুড়ে শোকদিবস

আমেদাবাদে শোকবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্য সম্পাদক মীনাক্ষী যোশী।

গুজরাটের মোরবি শহরে ৩০ অক্টোবর একটি ফুটব্রিজ ভেঙে পড়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর গুজরাট রাজ্য কমিটির পক্ষ থেকে পরদিন আমেদাবাদ, সুরাট এবং বরোদা শহরে বেদি নির্মাণ করে শোক ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়ে দ্রুত তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করা হয়। এই দাবিতে রাজ্যব্যাপী প্রচার আন্দোলন চালাবার সিদ্ধান্ত নিয়েছে দলের গুজরাট রাজ্য কমিটি।

সুরাট
বড়োদা