গুজরাটের সুরাটে ১৪ তলা থেকে পড়ে ১৬ সেপ্টেম্বর দুই নির্মাণ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। এর দু’দিন আগে আহমেদাবাদে নির্মীয়মান বাড়ি ধসে সাত জন শ্রমিক মারা যান এবং এক জন গুরুতর আহত হন। বিপজ্জনক রাসায়নিক কারখানা ও নির্মাণ ক্ষেত্রে বহুতলে কাজ করার সময় কর্তৃপক্ষ এই নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজে নিয়োগ করে। দুর্ঘটনায় একের পর এক শ্রমিকের মৃত্যুর পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। রাজ্যে বিজেপি সরকারেরও কোনও নজরদারি নেই।
এআইইউটিইউসি-র গুজরাট রাজ্য কনভেনর তপন দাশগুপ্ত কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের মন্ত্রীকে চিঠি দিয়ে এই সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গুজরাটে শ্রমিকদের নিরাপত্তা ‘টাইম বোমের’ উপর দাঁড়িয়ে রয়েছে। তিনি শিল্পক্ষেত্রে বিশেষ করে নির্মাণ ক্ষেত্রে শ্রমিকদের জন্য নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তার ট্রেনিং এবং নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার সাথে সাথে দুর্ঘটনাগুলির তদন্ত করে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।