এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৮ আগস্ট এক বিবৃতিতে বলেন, ২০০২ সালে গুজরাট গণহত্যার সময়ে গর্ভবতী মহিলা বিলকিস বানোকে ধর্ষণ ও তাঁর শিশুকন্যাকে হত্যা করা সহ গণহত্যা ও গণধর্ষণের দায়ে অভিযুক্ত যে ১১ জন দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের সাম্প্রতিক মুক্তিদানের ঘটনা চূড়ান্ত নিন্দনীয় ও ভয়ঙ্কর। বিজেপি নেতা ও কর্মীরা নির্লজ্জের মতো যেভাবে ওই দুষ্কৃতীদের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দিত করেছেন, তা আরও ভয়ঙ্কর।
ঠাণ্ডা মাথায় নৃশংস অপরাধ করতে পারে যে সব দাগি অপরাধীরা, দলের লোক হলেই বিজেপি কীভাবে সমস্ত আইন ও নীতি-নৈতিকতা অগ্রাহ্য করে তাদের মদত দেয় ও রক্ষা করে, এই ঘটনা তারই আরও একটি নির্লজ্জ উদাহরণ।
সর্বোপরি, এই জঘন্য ঘটনা একটি বিপজ্জনক নজির সৃষ্টি করল। দেশবাসীর কাছে আমাদের আবেদন, বিজেপি সরকারের এই চূড়ান্ত বেআইনি ও অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন।