পশ্চিম মেদিনীপুর জেলার সহস্রাধিক পোশাক শ্রমিক তাদের পেশাগত বিভিন্ন দাবিতে ৯ জানুয়ারি খড়গপুর শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে সুসজ্জিত মিছিল করে এসে জেলার শ্রমদপ্তর ডি এল সি–তে বিক্ষোভ দেখায়৷ গার্মেন্ট শ্রমিকদের নূ্যনতম মজুরি, সরকারি পরিচয়পত্র প্রদান, শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা ও সকলের জন্য চিকিৎসা, সবার জন্য সরকারি পেনশনের ব্যবস্থা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের দাবি ওঠে মিছিল থেকে৷ নেতৃত্ব দেন সারা বাংলা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন–এর নেতা নন্দ পাত্র, গৌরীশঙ্কর দাস, পূর্ণ বেরা, বংশী মণ্ডল, শ্যামাপদ জানা, বৃন্দাবন মহাপাত্র, নিতাই পণ্ডিত, সুদাম কুণ্ডু, শঙ্কর মাঝি, নির্মলেন্দু খাটুয়া, সোমা জানা, আস্তারি বিবি প্রমুখ৷ ডি এল সি দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়৷