গার্মেন্টস (দর্জি) শ্রমিকদের সারা বছরের কাজ নেই। নামমাত্র মজুরি। অসংগঠিত থাকার সুযোগে অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য করে ওস্তাগররা। তার উপর ওস্তাগরের ঘর থেকে কাজ দেওয়া নেওয়ার পথে শুরু হয়েছে তোলাবাজির জুলুম। দিন রাত হাড়ভাঙা পবিশ্রমে এদের জীবনে নেমে আসে অকালবার্ধক্য। সরকার গার্মেন্টস শিল্প থেকে হাজার হাজার কোটি টাকার ট্যাক্স তুলে রাজকোষ ভরালেও এঁদের জন্য কোনও সামাজিক সুরক্ষা নেই। প্রতিবাদে ৩১ আগস্ট উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া ব্লকের গার্মেন্টস শ্রমিকরা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করে ব্লক শ্রমদপ্তরে বিক্ষোভ দেখান এবং আধিকারিকের কাছে স্মারকলিপি দেন। দাবিপত্রে সরকারি পরিচয়পত্র, মজুরিবৃদ্ধি, সামাজিক সুরক্ষা, ষাটোর্ধ্ব সেলাই শ্রমিকদের কমপক্ষে মাসিক ৬০০০ টাকা বার্ধক্য ভাতা ইত্যাদি দাবির সাথে রাস্তায় তোলাবাজির জুলুম বন্ধের দাবি জানান। বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন সারা বাংলা গার্মেন্টস (দর্জি) শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি কমরেড নন্দ পাত্র। উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা দাউদ গাজি।