গাজা দখলের মার্কিন-ইজরায়েলি চক্রান্তধিক্কার ইজরায়েলি কমিউনিস্ট পার্টির

ফাইল ফটো

গাজা থেকে প্যালেস্টিনীয় জনগণের বিতাড়ন এবং গাজাকে দখল করার জন্য মার্কিন-ইজরায়েলি ষড়যন্ত্রকে ধিক্কার জানিয়ে ৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইজরায়েলের কমিউনিস্ট পার্টি বলেছে, এর ফলাফল হবে ভয়ানক। বিশ্বের জনগণ প্যালেস্টিনীয় জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসাবে ঘোষণা করার যে আহ্বান রেখেছে, সকল স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের তা পূর্ণ সমর্থন করা উচিত। গাজার অধিবাসীদের বিতাড়ন করাটা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেই আমরা মনে করি। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার ভবিষ্যৎ কী হবে সেটা প্যালেস্টাইন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত প্যালেস্টিনীয় রাষ্ট্রই ঠিক করবে।

ট্রাম্পের সাম্রাজ্যবাদী পরিকল্পনা এবং গাজাকে প্যালেস্টিনীয় শূন্য করে আমেরিকার দখলদারিতে নিয়ে আসা হবে গাজার জনগণের বিরুদ্ধে আর একটা অপরাধমূলক যুদ্ধ ঘোষণা। আমরা মনে করি গাজার জনগণ তাদের বাসভূমিতেই থাকবে এবং বিধ্বস্ত ভূখণ্ডকে নতুন করে পুনর্নির্মাণ করবে। আমরা আরও মনে করি প্যালেস্টিনীয় সমস্যা ‘দুই রাষ্ট্র’ ফর্মুলার দ্বারাই সমাধান সম্ভব।