গবেষকদের সংগঠন ডিআরএসও-র বিশ্বভারতী শাখার আন্দোলনের ফলে ফেলোশিপ সংক্রান্ত দাবি আদায় হল। সংগঠনের পক্ষে সৌরভ চট্টোপাধ্যায়, মনীশ কুমার, অমিত কুমার মণ্ডল, বিউটি সাহা এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ লিখিতভাবে বলেছেন, ১) ২০১৮ ও ২০১৯ সালের গবেষকদের অক্টোবর, ২০২০ থেকেই মাসিক ফেলোশিপ চালু করা হবে, ১৫ নভেম্বর ২০২০-র মধ্যে ফেলোশিপ সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শেষ করা হবে। নভেম্বর ২০২০-র শেষে তাদের অ্যাকাউন্টে ফেলোশিপ পাঠানো হবে। মার্চ ২০২১-এ তাদের এরিয়ার ফেলোশিপের টাকা দেওয়া হবে। অনলাইন ও অফলাইন– দুভাবেই গবেষকরা ফেলোশিপের আবেদনপত্র জমা করতে পারবেন, ২) শুধুমাত্র অন্তিম বর্ষের গবেষকই নন, এম ফিল-পিএইচডির সমস্ত গবেষকদেরই রেজিস্টে্রশনের সময়সীমা ৬ মাস বাড়ানো হবে, ৩) এমএইচএ-এ নির্দেশ দিলে গবেষক হোস্টেল খোলা হবে। এ ব্যাপারে নভেম্বরের শুরুতেই বিশ্বভারতীর প্রক্টরের সঙ্গে আলোচনা করা হবে।