70 Year 33 Issue 6 April, 2018
পুরুলিয়া ও রানিগঞ্জ সহ রাজ্যের অন্যান্য জায়গায় রামনবমীকে কাজে লাগিয়ে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং ৩ জনকে হত্যা করা হয়েছে, তাকে চরম অধর্ম হিসাবে অভিহিত করে এবং ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে ২৭ মার্চ এস ইড সি আই (কমিউনিস্ট) এর রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু এক প্রেস বিবৃতিতে বলেন,
‘‘ধর্মের নামে ভোটব্যাঙ্ক রাজনীতির যূপকাষ্ঠে বলি হল তিনটি নিরীহ প্রাণ৷ এ ঘটনা নৃশংস, মর্মান্তিক ও চরম নিন্দনীয়৷ মাকর্সবাদী হিসাবে আমাদের দল নিরীশ্বরবাদী হলেও আমরা বিশ্বাস করি কোনও সৎ ধর্মবিশ্বাসী মানুষ এই অধর্মকে সমর্থন করবেন না৷ স্বাধীনতা আন্দোলনের যুগে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রেমচন্দ, নজরুল, সুভাষচন্দ্র, ভগৎ সিং–রা সকলেই রাজনীতিকে ধর্মীয় প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়ে ছিলেন৷ এখন গদিলোভী সব রাজনৈতিক দলই ধর্মকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হীন স্বার্থে ব্যবহার করছে, ফলে সাম্প্রদায়িক বিদ্বেষ, দাঙ্গা ও প্রাণহানি ঘটছে৷ এই নোংরা রাজনীতির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের সোচ্চার হতে হবে৷ আমরা এই হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং নিহত ও আহতদের পরিজনদের যথাক্রমে ১০ লক্ষ ও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি৷’’