গণতান্ত্রিক অধিকার ও ধর্মনিরপেক্ষতা রক্ষার লক্ষ্যে ৫ মার্চ যন্তরমন্তরে অল ইন্ডিয়া ডিএসও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরনার আয়োজন করে। বক্তব্য রাখেন জেএনইউ-র অবসরপ্রাপ্ত অধ্যাপক চমন লাল, প্রখ্যাত কবি ও সমাজকর্মী গওহর রাজা, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, জেএনইউ-র সেন্টার ফর দি স্টাডি অব ল অ্যান্ড গভর্ন্যান্স-এর অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ ঘাজালা জামিল, এস ইউ সি আই (সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড প্রতাপ সামল, এ আই ডি এস ও-র সর্বভারতীয় সহসভাপতি কমরেড অশোক মিশ্র এবং সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। সভাপতিত্ব করেন সর্বভারতীয় কমিটির সভাপতি কমরেড ভি এন রাজাশেখর।
দিল্লিতে যে গণহত্যা বিজেপি-আরএসএস ঘটালো, তার তীব্র নিন্দা করে বক্তারা সাম্প্রদায়িক রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে পরাস্ত করা এবং সিএএ-এনআরসি-এনপিআরের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান।