করোনাতে লকডাউন চলার সময় সাধারণ মানুষের নানা দাবি তুলে ধরল গণসংগঠনগুলি। এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস সমস্ত কাজ হারানো শ্রমিকের কাজের ব্যবস্থা ও জরুরি পরিষেবায় যুক্ত সকল কর্মীর পর্যাপ্ত বিমার দাবি করেছেন।
বিদ্যুৎগ্রাহক সংগঠন অ্যাবেকা কৃষি বিদ্যুতের বিল মকুব ও সমস্ত গ্রাহকের বিল জমা দেওয়ার জন্য লকডাউনের পর যথেষ্ট সময় দেওয়ার দাবি জানিয়েছে।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ছাত্র সংগঠন ডিএসও লকডাউন উঠে যাওয়ার পর ছাত্রদের পঠনপাঠনের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত ক্লাসের দাবি জানিয়েছে।
যুব সংগঠন ডিওয়াইও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা এবং তাঁদের রুটি-রুজি সুনিশ্চিত করার দাবি জানিয়েছে।