দক্ষিণ ২৪ পরগণায় ক্যানিং সাংগঠনিক জেলার বাসন্তী ব্লকের সরবেড়িয়ার গ্রামে বাড়ি বাড়ি চলছিল গণদাবী মহামিছিল সংখ্যা বিক্রি। প্রতিটি বাড়িতে গণদাবী নেয়। আর জি করের ঘটনায় কেন্দ্র ও রাজ্যের পরামর্শে মূল অভিযুক্তকে আড়াল করা, ন্যায়বিচার না পাওয়া এগুলি সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়নি। দলের আন্দোলনের প্রতি মানুষের প্রবল আস্থা আছে। এসইউসিআই(সি) কিছু করতে পারে বলে মানুষের বিশ্বাস। অতি অল্প সময়ে ৮০টি গণদাবী বিক্রি হয়। দু’জন গণদাবীর নতুন গ্রাহক হন। আরও তিন জন গ্রাহক হবেন বলে জানান।