এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৩০ মার্চ এক বিবৃতিতে বলেন, নেপালের জনগণ, বিশেষত হাজার হাজার ছাত্র, যুবক, মহিলা দীর্ঘকাল লড়াই করে প্রাণ দিয়ে স্বৈরাচারী সামন্ততান্ত্রিক রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। সম্প্রতি জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানে সে দেশের শাসক বামগোষ্ঠীর দুর্বলতার সুযোগ নিয়ে, বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি এবং ভারতীয় দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তির মদতপুষ্ট হয়ে সেখানকার চরম প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক দক্ষিণপন্থী ও ফ্যাসিস্ট শক্তি পুনরায় রাজতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র আক্রমণ চালাচ্ছে। এর বিরুদ্ধে নেপালের জনগণ বামপন্থী ও গণতান্ত্রিক দলগুলির নেতৃত্বে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে।
নেপালের জনগণের এই বীরত্বপূর্ণ সংগ্রামকে সকল গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ মানুষের সমর্থন করা দরকার। এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে, মরণোন্মুখ পুঁজিবাদের এই যুগে পুঁজিবাদকে উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারলে জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এই কারণেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই বীরত্বপূর্ণ সংগ্রাম চালিয়ে যেতে হবে।
নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার এই চক্রান্ত ব্যর্থ করে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার জন্য আমরা নেপালের জনগণের এই সংগ্রামের প্রতি ভারতের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং বিশ্বের গণতন্ত্রপ্রিয় জনগণকেও নেপালের জনগণের গণতন্ত্র রক্ষার এই সংগ্রামের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৪ সংখ্যা ৪-১০ এপ্রিল ২০২৫ প্রকাশিত