এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৬ জুলাই এক বিবৃতিতে বলেন,
ফ্যাসিস্ট স্বৈরতন্ত্রী ফাঁস আরও দৃঢ় করার দুরভিসন্ধি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকার লোকসভা ও রাজ্যসভায় একগুচ্ছ অতি প্রচলিত শব্দ ও বাক্যকে অসংসদীয় বলে চিহ্নিত করেছে। এইগুলি এতদিন প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত করতে ব্যবহৃত হয়ে এসেছে। এগুলি ব্যবহার করলে সংসদের কার্যবিবরণী থেকে তা শুধু মুছে ফেলাই হবে না, শাস্তিযোগ্যও হবে। এরই পাশাপাশি সরকার সংসদ প্রাঙ্গণে উভয় কক্ষের সাংসদদের বিক্ষোভ-ধর্না-হরতাল-অনশন ইত্যাদি নিষিদ্ধ করার ফতোয়া জারি করেছে। সংসদে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে ভর করে বিজেপি শাসক পুঁজিপতিশ্রেণির বিশ্বস্ত সেবাদাস হিসাবে তাদের শ্রেণিস্বার্থ রক্ষার উদগ্র প্রচেষ্টায় সংসদীয় গণতন্ত্রের প্রাণস্বত্তাকেই হত্যা করছে। প্রাণহীন গণতন্ত্রের ফাঁপা খোলসটাকেই দেখিয়ে তারা বিশ্বকে বোঝাতে চাইছে কত সুষ্ঠ ও সুন্দর গণতন্ত্র বিরাজ করছে ভারতে।
আমরা এই স্বৈরতান্ত্রিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি। গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, এখনও গণতন্তে্রর যতটুকু অবশেষ টিকে আছে তাকে ধাপে ধাপে হত্যা করার এই প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলুন।