Breaking News

খড়গপুর ডিআরএম অফিসে বিক্ষোভ

দক্ষিণ-পূর্ব রেলের দিঘা-বেলদা-মেদিনীপুর-খড়গপুর-আমতা-ঝাড়গ্রাম-হলদিয়া লাইনে অতিমারির প্রকোপ শুরু হওয়ার আগে ১৯১টি ট্রেন চালানো হত, বর্তমানে ১৫৬টি ট্রেন চালানো হচ্ছে। সমস্ত ট্রেনগুলি অবিলম্বে চালু, প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, প্রবীণ নাগরিক ও অসুস্থ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আগের মতো কনসেশন চালু এবং রেলের সার্বিক বেসরকারিকরণ ও কর্মী সংকোচনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২৭ মে খড়গপুর ডিআরএম অফিসে নাগরিক প্রতিরোধ মঞ্চের দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখা কমিটির পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। মঞ্চের আরও দাবি, পুনর্বাসন ছাড়া রেল পার্শ্বস্থ দোকানদারকে উচ্ছেদ করা চলবে না। এক্সপ্রেস ট্রেনে জেনারেল বগি যুক্ত করতে হবে এবং লোকাল ট্রেন টিকিট ও মান্থলি টিকিটে যাতায়াতের সুযোগ রাখতে হবে। বক্তব্য রাখেন কমিটির সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক সুরঞ্জন মহাপাত্র এবং সরোজ মাইতি। প্রতিনিধিদল ডিআরএম অফিসে স্মারকলিপি দেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২