রেলের জায়গায় দোকানদার ও বস্তিবাসীদের লিজ বা ভাড়া দেওয়া, হকার আইনে রেলের ক্ষেত্রকে যুক্ত করা, দোকানদারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না, রেলের বেসরকারিকরণ বন্ধের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলওয়ে দোকানদার কল্যাণ সমিতির পক্ষ থেকে ২০ জানুয়ারি জাতীয় হকার্স দিবসে খড়গপুরে রেলের ডিআরএম অফিসে বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শশাঙ্ক শেখর মাইতি। বক্তব্য রাখেন সমিতির সম্পাদক গোপাল মাইতি, সহ সভাপতি শঙ্কর মালাকার, সারা বাংলা হকার্স ইউনিয়নের সম্পাদক শান্তি ঘোষ, সহ সভাপতি অমল মাইতি। বিভিন্ন স্টেশন থেকে প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শান্তি ঘোষের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল ডিআরএম ডেপুটেশন দেন। ডিআরএম দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেন। প্রায় সহস্রাধিক দোকানদার সমাবেশে যোগ দেন।