খড়গপুরে কাজ হারানো ভেন্ডারদের বিক্ষোভ

70 year 27 Issue, 23 Feb 2018

 

৮ ফেব্রুয়ারি রেল কর্তৃপক্ষ খড়গপুর রেল স্টেশনে একটি খাবারের স্টোর ও ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয়৷ এক ঠিকাদারের অধীনে চলা ওই খাবারের স্টোর থেকে খাবার নিয়ে প্রায় তিনশো ভেন্ডার স্টেশনে এবং ট্রেনে বিক্রি করত৷ ওই স্টোর বন্ধ হওয়ার ফলে ভেন্ডাররা কাজ হারিয়ে বিক্ষোভে ফেটে পড়েন৷ খবর পাওয়ামাত্র তাঁদের বিক্ষোভে সামিল হন এ আই ইউ টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এবং আই এন টি টি ইউ সি–র নেতৃবৃন্দ৷ রেল প্রশাসন আশ্বাস দেয় দ্রুত সমস্যার সমাধান করার৷ কিন্তু ওই দিন গ্রহণযোগ্য কোনও সমাধান সূত্র না মেলায় ভেন্ডাররা পরিবারের সদস্যদের নিয়ে সিনিয়র ডিসিএম–এর বাড়ির সামনে বিক্ষোভ দেখান৷ পরে পাঁচ শতাধিক মানুষের মিছিল ডিআরএম অফিসে যায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে৷

সারা দেশে প্রায় ৪০০টি বড় বড় স্টেশন দেশি–বিদেশি ধনকুবেরদের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷ এর মধ্যে এ রাজ্যের হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি, বর্ধমান, আসানসোল, নিউজলপাইগুড়ির মতো ২৬টি স্টেশন রয়েছে৷ খড়গপুরও এই তালিকার অন্তর্ভুক্ত৷ তারই অঙ্গ হিসাবে ভেন্ডারদের উৎখাত করার এই পরিকল্পনা৷ এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়৷ ১৬ ফেব্রুয়ারি বোগদাতে প্রতিবাদী গণকনভেনশন অনুষ্ঠিত হয়৷