পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল ও নাসা খালগুলি সংস্কার এবং বোরো চাষের জলের দাবিতে ১৪ ডিসেম্বর তমলুক বিডিও অফিসে মিছিল করে ডেপুটেশন দিল কৃষক সংগ্রাম কমিটি। দীর্ঘ দিন ধরে ব্লকের মূল জলনিকাশি এই খালটি ও এলাকার নাসাখালগুলি সংস্কার না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমে যাচ্ছে। ধান ও পান চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমন ধান পচছে, অন্যদিকে বোরো চাষ করার উপায় নেই। মাঠে জল জমে আছে। ওই দিন শতাধিক চাষি স্মারকলিপি দেন বিডিওকে। নেতৃত্ব দেন কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, সভাপতি সুদর্শন সামন্ত, শিক্ষক শম্ভু মান্না, নরেন্দ্রনাথ মাইতি, একাদশী দাস,অভিজিৎ মাইতি প্রমুখ। বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।